জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ : সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজিতে গ্রেফতার এড়াতে পুলিশের ভয়ে সুরমা নদীতে ঝাঁপ দিয়ে শাহীন আহমদ (৪০) নামের এক জামায়াতে ইসলামী নেতা মারা গেছেন।
সিলেট জেলা জামায়াতে ইসলামীর সাবেক রুকন শাহীন আহমদ উপজেলার লামাকাজি ইউনিয়নের সৎপুর গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। তিনি বিশ্বনাথ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সুরমা নদী থেকে তার লাশ উদ্ধার করে।
এর আগে সন্ধ্যা ৫টার দিকে বিশ্বনাথ থানা পুলিশ ভারতীয় তীর (জুয়ার আসর) খেলার আসরে অভিযান চালালে গ্রেফতার এড়াতে সুরমা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন শাহীন আহমদ। এসময় থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ৮ জুয়ারিকে গ্রেফতার করে; কিন্তু গ্রেফতারকৃতদের সহযোগীরা পুলিশের উপর হামলা চালিয়ে ৮ জনের মধ্যে ৬ জনকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনার পর প্রায় আধঘণ্টা পুলিশকে তারা অবরুদ্ধ করে রাখে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১০ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অবরুদ্ধ পুলিশ দলকে উদ্ধার করে।
পুলিশের হাতে গ্রেফতার হওয়া দুই জন হচ্ছে, সিলেট সদর উপজেলার খালপার গ্রামের গোলাম রেজার ছেলে আব্দুল লতিফ ও একই গ্রামের আসদ আলীর ছেলে জুনেদ মিয়া।
Leave a Reply