১২ দফা দাবি আদায়ে বাংলাদেশ পেট্রোলপাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ঘোষিত ৩০শে অক্টোবর সকাল ৬টা থেকে দেশব্যাপী লাগাতার ধর্মঘট সফলের লক্ষ্যে সংগঠনের সিলেট বিভাগীয় শাখা বৈঠক করেছে।
শনিবার দুপুরে মহানগরীর উপকণ্ঠে কুমারগাঁওয়ে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে কর্মসূচি সফল করতে বিভিন্ন সাংগঠনিক পদক্ষেপ নেয়া হয়।
কর্মসূচি চলাকালে দেশের প্রতিটি ফিলিং স্টেশন বন্ধ থাকবে এবং ট্যাংকলরি শ্রমিকরা ধর্মঘট পালন করবেন। এ সময় জ্বালানি তেল উত্তোলন, পরিবহণ, বিপণন ও বিক্রি বন্ধ থাকবে।
বাংলাদেশ পেট্রোলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির উপ প্রধান উপদেষ্টা ও সিলেট বিভাগীয় সভাপতি মো মোস্তফা কামালের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহ সভাপতি ও সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরীর পরিচালনায় বৈঠকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিক, হুমায়ুন আহমদ, মো ইউসুফ আলী, অধ্যাপক মো ফয়জুল ইসলাম, নূরুল ওয়াছে আলতাফী, আব্দুল মুনায়েম চৌধুরী, শফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, ইনামুল হক রুবেল, চম্পক লাল দেব, রফিকুল ইসলাম, আব্দুল মুমিন, রিয়াদ উদ্দিন, আবুল কালাম, মো চেরাগ আলী, আব্দুল জলিল, ইকবাল হোসেন রিপন, সোহেল আহমদ, আব্দুল আজিজ, ইকবাল হোসেন, আলমগীর আহমদ, রমিজ উদ্দিন, বশির মিয়া, সানওয়ার আলী প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিরাজুল হোসেন আহমদ।
বক্তারা বলেন, জ্বালানি সেক্টরের অব্যবস্থা ও অব্যাহত বৈষম্য সম্পর্কে সকল মহল ওয়াকিবহাল; কিন্তু চলমান সমস্যাগুলো নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নিচ্ছেন না, যা অত্যন্ত বেদনাদায়ক।
তারা ন্যায় ও যৌক্তিকতার স্বার্থে ১২ দফা দাবি মেনে নেয়ার আহবান জানান।
বৈঠকে কর্মসূচি চলাকালে সর্বস্তরের জনসাধারণ, সকল পেশাজীবী সংগঠন এবং পেট্রোলপাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।
Leave a Reply