হবিগঞ্জের লাখাই উপজেলা বিএনপির মতবিনিময় সভায় আওয়ামী সরকারের পতন ঘটিয়েই বেগম খালেদা জিয়াকে মুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে।
শনিবার বিকেলে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্মআহ্বায়ক জি কে গউছ।
লাখাই উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি শেখ মো ফরিদ মিয়ার সভাপতিত্বে ও জ্যেষ্ঠ যুগ্মসাধারণ সম্পাদক শাহ আলম গোলাপের পরিচালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার আবদাল, জেলা বিএনপির সদস্য তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সদস্য তাজুল ইসলাম মোল্লা তাজ, মুড়িয়াউক ইউনিয়ন বিএনপির সভাপতি মাহফুজুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাবেক সদস্য এস আর তালুকদার শাহিনূর, উপজেলা বিএনপির সাবেক সদস্য আব্দুল মুতালিব খান, সাংগঠনিক সম্পাদক শামসুদ্দীন আহমেদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কাউসার, বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুল মুক্তাদির, মোহাম্মদ আলী ও ফরাস উদ্দিন।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন লাখাই উপজেলা যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান, জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক মাহবুবুল আলম মালু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান চৌধুরীর সাচ্চু, ছাত্রদলের সদস্য সচিব আহমদ আজম ও জ্যেষ্ঠ যুগ্মআহ্বায়ক ফজলে রাব্বি।
পরে পুলিশের গুলিতে নিহত বিএনপি ও অঙ্গসংগঠনের সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply