লাখাই প্রতিনিধি : লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার বুল্লা বাজারে অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি মহসিন সাদেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিতেশ দেব ও সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ বিজয়ের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি জুনাইদ চৌধুরী, দপ্তর সম্পাদক সানি চন্দ্র বিশ্বাস এবং সাহিত্য ও পাঠাগার সম্পাদক আব্দুল হান্নান।
Leave a Reply