লাখাই প্রতিনিধি : লাখাইয়ে স্কুলছাত্রী ফাহমিদা আক্তার আঁখির আত্মহত্যায় প্ররোচণাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
উপজেলার কালাউক উচ্চ বিদ্যালয়ের সামনে ফাহমিদা আক্তার আঁখির সহপাঠী সহ এলাকাবাসীর অংশগ্রহণে শনিবার সকালে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে ফাহমিদা আক্তার আঁখির পিতা রহুল আলম মেয়ের হত্যার বিচার দাবি করেন।
তিনি অভিযোগ করেন, এখনও থানা মামলা রেকর্ড করেনি। অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।
লাখাই থানার ওসি-তদন্ত অজয় চন্দ্র দেব জানান, রহুল আলম লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply