লাখাই প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে সুতাং নদী শিল্প বর্জ্যে দূষণের প্রতিবাদে এবং নদী দূষণমুক্ত করার দাবিতে মানববন্ধন করা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার বুল্লা বাজারে সুশাসনের জন্য নাগরিক-সুজন লাখাই উপজেলা কমিটি এই মানববন্ধনের আয়োজন করে।
এতে অভিযোগ করা হয়, হবিগঞ্জের উজানে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরের শিল্পাঞ্চলের শিল্প কারখানার বর্জ্যে সুতাং নদীতে দূষণ হয়েছে।
সুজন উপজেলা কমিটির সভাপতি ডা ঝন্টু লাল দাশের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য, লাখাই রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক বিল্লাল আহমদের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, সুজন জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন। বিশেষ অতিথি ছিলেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক চৌধুরী মিজবাউল বারী লিটন, সহ সাধারণ সম্পাদক আব্দুল জলিল, পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক মহসিন আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মাসুকুর রহমান মাসুক, বিশিষ্ট মুরব্বি আব্দুল আওয়াল তালুকদার ও লাখাই প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট মো আলী নোয়াজ। স্বাগত বক্তব্য রাখেন, সুজন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো বাহার উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন, সহ সভাপতি ছায়েদুর রহমান, কামাল উদ্দিন আহমেদ, উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি শাহীনুর রহমান মোল্লা শাহীন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ আচার্য্য ও আদর্শ সাহিত্য পাঠাগারের সম্পাদক তাফাজ্জুল হক।
Leave a Reply