লাখাই প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে ঐতিহাসিক সাতই মার্চ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, থানার ওসি মো সাইদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মুহাম্মদ আবদুল কাদের, সহকারী কমিশনার-ভূমি মো ইয়াছিন আরাফাত রানা, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, লাখাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ ও সাংবাদিক আতাউর রহমান ইমরান।
সমাবেশের আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
Leave a Reply