লাখাই প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলায় শনিবার সরকার নির্ধারিত মূল্যে বোরো ধান সংগ্রহের লক্ষ্যে লটারি অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৯-২০২০ অর্থবছরে উপজেলায় প্রায় দেড়হাজার প্রকৃত কৃষকের নিকট থেকে সরকার নির্ধারিত মূল্যে ধান কেনা হবে।
ঐ সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে খাদ্য কমিটি, সাংবাদিক ও সুশীল সমাজের উপস্থিতিতে প্রকাশ্যে লটারি অনুষ্ঠিত হবে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজহার মাহমুদ জানান, ৫ হাজার ৯ শ ৪১ জন কৃষকের মধ্য থেকে লটারির মাধ্যমে ১ হাজার ৫ শ ৯ জন কৃষককে নির্বাচিত করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং নিশ্চিত করেছেন, প্রকৃত কৃষক ছাড়া কোন সিন্ডিকেটের মাধ্যমে ধান সংগ্রহ করা হবে না।
Leave a Reply