লাখাই প্রতিনিধি : করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা ও পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে হবিগঞ্জের লাখাই উপজেলায় বাজার তদারকি অব্যাহত রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং নিজে বাজার তদারকিতে নেতৃত্ব দিচ্ছেন।
রবিবার তিনি উপজেলার বুল্লা বাজারে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বিভিন্ন দোকানের মূল্যতালিকা সহ বিভিন্ন পণ্যসামগ্রী যাচাই করেন।
অভিযানকালে স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও মাস্ক পরিধান না করার দায়ে ৩ দোকানিকে ৫শ টাকা করে মোট ১ হাজার ৫শ টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে এসআই সজীব রায়ের নেতৃত্বে একদল পুলিশ সহযোগিতা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দোকানিদেরকে যথাযথভাবে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার আহবান জানান।
Leave a Reply