লাখাই প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে বোরোধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুরে খাদ্য অধিদপ্তর ও খাদ্য মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করেন।
লাখাই খাদ্যগুদামে আয়োজিত বোরোধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো দিলদার মাহমুদ, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো শাকিল খন্দকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো নজির মিয়া, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশীষ কুমার সরকার, উপজেলা খাদ্য পরিদর্শক হোসনা আক্তার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ আচার্য, লাখাই প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলী নোয়াজ ,সাধারণ সম্পাদক আশিষ দাসগুপ্ত, সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ বিজয়, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো বাহার উদ্দিন, সাংবাদিক ফোরামের সভাপতি সুশীল চন্দ্র দাস, সূর্য রায়, সহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য, লাখাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম মাহফুজ ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন।
উপজেলা কৃষি অফিস জানায়, উপজেলার ৬টি ইউনিয়নের প্রকৃত কৃষকদের নিকট থেকে ৯৩৪ মেট্রিক টন ধান আগামী ১৬ আগস্ট পর্যন্ত সংগ্রহ করা হবে।
Leave a Reply