লাখাই প্রতিনিধি : হবিগঞ্জ জেলায় ‘করোনা’ আক্রান্তের দিক দিয়ে সবচেয়ে ঝুঁকিপূর্ণ উপজেলা হচ্ছে লাখাই। এখানে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে; কিন্তু সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি পুরোপুরি কার্যকরী হচ্ছেনা।
শনিবার লাখাইতে নতুন করে একজনের ‘করোনা’ শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০। এর মধ্যে একজন ডাক্তার এবং তিনজন নার্সও রয়েছেন।
লাখাই উপজেলার বিপুল সংখ্যক মানুষের কর্মস্থল ঢাকা ও নারায়ণগঞ্জ। সেখান থেকে ফিরে আসা লোকজনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত না করার ‘করোনা’ ঝুঁকি বেড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
Leave a Reply