লাখাই প্রতিনিধি : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে হবিগঞ্জের লাখাইতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো মুশফিউল আলম আজাদ। সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন কুমার দের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার-ভূমি মো ইয়াছিন আরাফাত রানা, থানার ওসি মো সাইদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা অনুপ কুমার সাহা, বামৈ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো এনামুল হক মামুন, করাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, লাখাই প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলী নোয়াজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজ মিয়া ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা আবু হানিফ।
Leave a Reply