লাখাই প্রতিনিধি : প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা প্রণয়নে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
হবিগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক নূরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী প্রদত্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা প্রণয়নে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ স্থানীয় তদন্তের প্রমাণিত হয়। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন।
উল্লেখ্য, ৩০৬ জন সুবিধাভোগীর নামের তালিকায় ৪টি মোবাইল নম্বর দেওয়া হয়। এই মোবাইল নম্বরগুলো চেয়ারম্যানের আত্মীয়স্বজনদের।
Leave a Reply