লাখাই প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে বিপুল উৎসাহ উদ্দীপনায় পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুনার্মেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে লাখাই থানা প্রাঙ্গণে থানা পুলিশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। বিশেষ অতিথি ছিলেন, সিলেট অঞ্চলের নৌ পুলিশ সুপার শম্পা ইয়াসমিন ও হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো রবিউল ইসলাম। সভাপতিত্ব করেন, লাখাই থানার ওসি মো সাইদুল ইসলাম। অন্যদের মধ্যে, উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং, সহকারী কমিশনার (ভূমি) মো ইয়াছিন আরাফাত রানা, করাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল ও সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শাকিল।
টুর্নামেন্টে মুড়িয়াউক ইউনিয়ন বিট চ্যাম্পিয়ন ও করাব ইউনিয়ন বিট রানারআপ হয়।
Leave a Reply