লাখাই প্রতিনিধি : লাখাই উপজেলা খাদ্যগুদামে উন্মুক্ত লটারিতে নির্বাচিত কৃষকদের নিকট থেকে বোরোধান ও মিল থেকে চাল ক্রয় শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার লাখাই ইউনিয়নের কৃষক এনায়েত হোসেনের নিকট থেকে ধান ও মেসার্স সাদিয়া অটোমেটিক রাইস মিলের মালিক আলমগীর তালুকদারের নিকট থেকে চাল ক্রয়ের মাধ্যমে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপ খাদ্য নিয়ন্ত্রক এ কে এম আব্দুর রহমান আন নাসির।
এবছর লাখাই উপজেলায় ১ হাজার ৫শ ৯ জন নির্বাচিত কৃষকের নিকট থেকে সরকার নির্ধারিত মূল্যে ১ টন করে ধান ক্রয় করবে।
Leave a Reply