লাখাই প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রথমেই তিনি সাংবাদিকদের সাথে পরিচিত হন ও উপজেলার বিভিন্ন সমস্যার খোঁজখবর নেন।
ইউএনও লাখাই উপজেলাকে একটি সুন্দর উপজেলায় রূপ দিতে সকলের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, লাখাই প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলী নোয়াজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশীষ দাস গুপ্ত, সাবেক সাধারণ সম্পাদক দেবাশীষ আচার্য, রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাহার উদ্দিন, সাংবাদিক মহসিন সাদেক, ছায়েদুর রহমান, সুমন আহমেদ বিজয়, শাহিন মোল্লা ও আতাউর রহমান।
Leave a Reply