লাখাই প্রতিনিধি : ধর্ষণের বিরুদ্ধে ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে লাখাই উপজেলায় মানববন্ধন করা হয়েছে।
শুক্রবার বিকেল ৩টার দিকে হবিগঞ্জ আদর্শ সমাজকল্যাণ সংগঠন লাখাই উপজেলা শাখার উদ্যোগে বামৈ বড় বাজারে এই মানববন্ধন করা হয়।
লাখাই উপজেলা আদর্শ সমাজকল্যাণ সংগঠনের আহবায়ক হারুন অর রশিদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক তোফায়েল চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ আদর্শ সমাজকল্যাণ সংগঠনের সভাপতি জাকারিয়া আহমেদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আদর্শ সমাজকল্যাণ সংগঠন লাখাই উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মিশু আহমেদ, লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজ শাখার আহ্বায়ক মোবাশ্বির আহমেদ, বামৈ ইউনিয়ন শাখার আহবায়ক কাসেম আহমেদ ও প্রথম যুগ্ম আহবায়ক মইনুল তালুকদার।
মানববন্ধনে বক্তারা সারাদেশে গণধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
Leave a Reply