লাখাই প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলার মনতৈল নামক স্থানে দ্রুতগামী পিকআপের ধাক্কায় ব্র্যাকের বুল্লা বাজার শাখার কর্মসূচি সংগঠক এস এম কেরামত আলী (৪৫) নিহত হয়েছেন।
তিনি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার দরিয়াকান্দা গ্রামের তাণ্ডার আলীর ছেলে।
পুলিশ জানায়, সোমবার সকাল ৮টার দিকে এস এম কেরামত আলী কর্মস্থলের উদ্দেশ্যে করাব থেকে মোটরসাইকেল যোগে রওয়ানা হলে মনতৈল এলাকায় দ্রুতগামী একটি পিকআপ তাকে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্র্যাক বুল্লা বাজার শাখার ম্যানেজার অমল নাথ জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ গ্রামের বাড়ি পাঠানো হবে।
লাখাই থানার ওসি মো সাইদুল ইসলাম জানান, অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply