সুমন আহমেদ বিজয়, লাখাই : লাখাই উপজেলায় কোনক্রমেই থামছে না জনস্রোত ও গণপরিবহণ। ফলে ‘করোনা’ সংক্রমণ ঝুঁকি বেড়েই চলেছে।
শনিবার একদিনেই এ উপজেলায় ‘করোনা’ আক্রান্ত শনাক্ত হয়েছে ২০ জন। এনিয়ে আক্রান্তের সংখ্যা ৪৮ এ পৌঁছেছে। এর মাঝে ২২ জনই ডাক্তার, নার্স, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারী।
এদিকে ‘করোনা’ আক্রান্তের সাথে পাল্লা দিয়েই যেন বাড়ছে ঘরে ছেড়ে বের হওয়া মানুষের সংখ্যা। বিভিন্ন সড়কে যানবাহন চলাচলও বেড়ে চলেছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার বুল্লা বাজারে সরেজমিনে যে চিত্র দেখা যায়, তাতে লকডাউনের কোন আলমতই ছিলনা। অনেকেরই মুখে মাস্ক নেই। মানা হচ্ছেনা সামাজিক দূরত্ব। পরিস্থিতি যেন স্বাভাবিকই আছে।
Leave a Reply