হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলার গুণিপুর গ্রামে ডাকাতিকালে ২ ডাকাত গণপিটুনিতে নিহত হয়েছে।
পুলিশ ও এলাকার লোকজন জানান, গুণিপুর গ্রামে বেশ কিছুদিন ধরে ডাকাতদের উৎপাত বেড়ে গেছে। তাই গ্রামবাসী পাহারার ব্যবস্থা করেন। এরমধ্যেই শনিবার দিনগত গভীর রাতে ৫ জনের একটি ডাকাতদল জালাল মিয়ার বাড়িতে হানা দেয়; কিন্তু ডাকাতদলের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার দিতে থাকেন। তাদের চিৎকার শুনে গ্রামের লোকজন ছুটে এসে ডাকাতদের ধাওয়া করে দুই ডাকাতকে ধরে ফেলেন। এরপর শুরু হয় গণপিটুনি। এতে ডাকাত দুজন মারা যায়।
নিহত দুই ডাকাতের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। সে মাধবপুর উপজেলার পুরাইখলা গ্রামের ইউনুস মিয়ার ছেলে হুমায়ুন মিয়া (৪০)।
লাখাই থানার ওসি সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
Leave a Reply