লাখাই প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলার শিবপুর গ্রামে টমটম ভাড়া নিয়ে সংঘর্ষের ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় টমটম চালক অলি ও যাত্রী ইসরাফিলের মধ্যে ভাড়া ৫০ টাকা না ৬০ টাকা-এনিয়ে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে টমটমচালক যাত্রীকে মারধর করেন। এর জের ধরে সকালে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩১ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় স্বজন গ্রাম ফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেন বাদি হয়ে উভয় পক্ষের ৭৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১২০ থেকে ১৫০ জনকে আসামি করে সোমবার মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করা হয়।
লাখাই থানার ওসি (তদন্ত) মহিউদ্দিন সুমন বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply