লাখাই প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো মুশফিউল আলম আজাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্থা লুসিকান্ত হাজং। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন কুমার দের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার-ভূমি মো রুহুল আমিন, থানার ওসি মো সাইদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা আবু হেনা মোস্তফা জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা আবু হানিফ, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, লাখাই প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো আলী নোয়াজ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম ও বামৈ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরী।
Leave a Reply