লাখাই প্রতিনিধি : লাখাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা শহিদমিনার চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলােচনা সভায় প্রধান অতিথি ছিলেন, লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো মুশফিউল আলম আজাদ। বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, সহকারী কমিশনার-ভূমি মো ইয়াছিন আরাফাত রানা, থানার ওসি সাইদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজ মিয়া, জুয়েল রানা মেম্বার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খোকন চন্দ্র গোপ, শফিউল আলম শাকিল, রাসেল আহমেদ, মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, প্রেসক্লাব লাখাইয়ের সভাপতি অ্যাডভোকেট আলী নোয়াজ, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম ও মুড়িয়াউক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়া তালুকদার। উপাস্থাপনায় ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফজালুর রহমান। কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শফিকুল ইসলাম। গীতা পাঠ করেন দেবাশীষ আচার্য।
পরে বৃক্ষরোপণ করা হয়।
Leave a Reply