হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে একজন নিহত হয়েছে বলে পরিবারের লোকজন অভিযোগ করেছেন। এ সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার সন্তোষপুর গ্রামে আনোয়ার আলীর সাথে একই গ্রামের আব্দুল কাইয়ুমের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার দুপুরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে উভয় পক্ষের আহতদের মধ্যে ৪ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ার আলী (৬০) নামের একজনকে মৃত ঘোষণা করেন।
নিহতের নাতি ফরাস উদ্দিন জানান, সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের লোকজন আনোয়ার আলীর উপর হামলা চালায়। এতে তিনি আহত হন। হাসপাতালে নিয়ে আসার পথে তিনি মারা যান।
তবে সদর আধুনিক হাসপাতালের ডা দেবাশীষ দাশ জানান, আনোয়ার আলীকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। তার শরীরে দৃশ্যমান কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি।
হবিগঞ্জ সদর মডেল থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী জানান, ছুরতহাল রিপোর্টে মরদেহে হাঁটুর নিচে ছোট একটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
লাখাই থানার ওসি বজলার রহমান জানান, সংঘর্ষে কয়েকজন আহত হলেও ঘটনাস্থলে আনোয়ার আলীকে আহত অবস্থায় পাওয়া যায়নি।
এদিকে সন্ধ্যায় আনোয়ার আলীর মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply