নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামে হাওরের জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মহিলা সহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে বেলা দেড়টা পর্যন্ত এই সংঘর্ষ হয়। আহত ২০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামে শাহাব উদ্দিন ও নোমান মিয়ার মধ্যে এই বিরোধ চলছিল। এর জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩০ রাউন্ড সটগানের গুলি ও রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সংঘর্ষে জড়িত ৮ জনকে আটকও করে।
লাখাই থানার ওসি বজলার রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply