হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয় উপজেলার মুড়াকড়ি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হাকিম মিয়া (২৬) নামের এক যুবক নিহত হয়েছে। উভয়পক্ষে আহত হয়েছে অন্তত ২০ জন। সোমবার সকাল ১০টার দিকে এ সংঘর্ষ হয়।
লাখাই থানার ওসি এমরান হোসেন জানান, মুড়াকড়ি গ্রামে কাইয়ুম মিয়া সাথে একই গ্রামের তৌহিদ মিয়া ও হাফিজ মিয়াদের বাজারের ভিটা ও জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে হাকিম মিয়া সহ অন্যরা আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকার লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওয়াহিদ মিয়ার ছেলে হাকিম মিয়াকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
Leave a Reply