হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে জমি কেনা নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের ফিকলের আঘাতে এক যুবক নিহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদে হউদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। বুধবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, উপজেলার ধর্মপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া (৩৫) ঢাকায় একটি রেস্টুরেন্টে চাকরি করেন। সম্প্রতি তিনি বাড়িতে এলে তার চাচা নাসির মিয়া তার নিকট একখণ্ড জমি বিক্রি করতে আগ্রহ দেখান। অন্যদিকে ইব্রাহিম মিয়ার চাচাতো ভাই ঢাকায় বাখরখানি বিক্রেতা জাকারিয়া জমিটি কিনতে বেশি দাম হাঁকেন। এনিয়ে মঙ্গলবার তারাবির নামাজের পর দুই চাচাতো ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে জাকারিয়া একটি ফিকল দিয়ে আঘাত করলে ইব্রাহিম মিয়া গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন।
লাখাই থানার ওসি সাইদুর রহমান জানান, আসামি পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply