হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের পিকলের আঘাতে এক ভাঙ্গারি ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত গিয়াস উদ্দিন সিংহগ্রামের মারাজ মিয়ার ছেলে ।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় গিয়াস উদ্দিন বাড়িতে জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য ড্রেন তৈরি করছিলেন। এ সময় তার চাচাতো ভাই বোরহান মিয়া তাকে বাধা দেন। এ নিয়ে দুই জনের প্রথমে কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়। এক পর্যায়ে বোরহান উদ্দিন পিকল দিয়ে আঘাত করলে গিয়াস উদ্দিন গুরুতর আহত হন। রাত সাড়ে ৮টার দিকে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন।
লাখাই থানার ওসি শামীম জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
Leave a Reply