লাখাই প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল আত্মসাতের দায়ে ডিলার উজ্জ্বল আহমেদের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড হয়েছে।
সোমবার দুপুরে হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসানের নেতৃত্বে এক অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত এই রায় দেয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি উজ্জ্বল আহমেদের ডিলারশিপ বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেন।
মোড়াকরি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ মেম্বারের ছেলে উজ্জ্বল আহমেদ উপজেলা আওয়ামী যুবলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক।
লাখাই উপজেলা সহকারী কমিশনার-ভূমি সঞ্চিতা কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply