লাখাই প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলার মনতৈল গ্রামের চাঞ্চল্যকর জুবাইল মিয়া হত্যারহস্য উদঘাটিত হয়েছে।
পুলিশ জানায়, এই হত্যামামলায় গ্রেফতার আসামি হাফিজুল ইসলাম ও নিহত জুবাইল মিয়া বিউটি নামে এক মেয়েকে ভালবাসত। দু’জনেরই মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল দীর্ঘদিনের; কিন্তু বিউটির অন্য একজনের সঙ্গে বিয়ে হয়ে গেলে দু’জনের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করে। এর জের ধরেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।
শুক্রবার সকাল ৯টার দিকে হবিগঞ্জ-লাখাই সড়কের উত্তর পাশের একটি ডোবার কচুরিপানার নিচ থেকে পুলিশ জুবাইল মিয়ার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পিতা আসকির মিয়া ১০ জনের নামোল্লেখসহ আরো ৩/৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মনতৈল গ্রামের আব্দুর রউফের ছেলে আব্দুল কাইয়ুম, আব্দুল আলীর ছেলে শিপন আহমেদ কাদের ও রাঢ়িশাল গ্রামের শাহীন মিয়ার ছেলে হাফিজুল ইসলামকে গ্রেফতার করে। এই ৩ জন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা জানিয়ে রবিবার বিকেল ৫টা থেকে রাত প্রায় ১২টা পর্যন্ত হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তৌহিদুল ইসলামের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
লাখাই থানার ওসি-তদন্ত মহিউদ্দিন সুমন জানান, গুরুত্বের সঙ্গে হত্যাকাণ্ডের তদন্ত চলছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
Leave a Reply