লাখাই প্রতিনিধি : যে মানুষগুলো নিজস্ব ঠিকানার অভাবে নিরানন্দে দিন কাটাতো, সেই মানুষগুলো মুজিববর্ষে মুজিবকন্যার উপহারে ঠিকানা খুঁজে পেয়ে আনন্দিত। এজন্যে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
শনিবার সকালে লাখাই উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশের অন্যান্য এলাকার মতো হবিগঞ্জের লাখাই উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোর হাতে প্রথম ধাপের বসতঘরের মালিকানা তুলে দেন।
পরে সুবিধাভোগীদের হাতে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং ও সহকারী কমিশনার-ভূমি মো ইয়াছিন আরাফাত রানা।
এসময় আরো উপস্থিত ছিলেন, লাখাই থানার ওসি মো সাইদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, লাখাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ আবদুল কাদের, বুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মোক্তার হোসেন বেনু, মোড়াকরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ।
Leave a Reply