লাখাই প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে রাস্তার পাশে গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
এই ঘটনায় বেঁচে যাওয়া গিয়াস উদ্দিন বাদি হয়ে গাছকাটার ঠিকাদার রেজুয়ান মিয়া সহ ৮ জনকে আসামি করে লাখাই থানায় মামলা দায়ের করেছেন। তিনি সেদিন নিহত পলাশ মিয়ার বড়ভাই।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বাশার জানান, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
উল্লেখ্য, ২৩ জুন সকালে হবিগঞ্জ-সরাইল আঞ্চলিক মহাসড়কে লাখাই উপজেলার শালদিঘার টেংরাবাড়ী নামক স্থানে সংঘটিত এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামের আলাউদ্দিনের ছেলে পলাশ মিয়া (১৯) ও লস্কর আলীর ছেলে মনজু মিয়া (১৮) নিহত এবং মোটরসাইকেল চালক গিয়াস উদ্দিন গুরুতর আহত হন।
Leave a Reply