নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ হবিগঞ্জের লাখাই উপজেলায় গাঁজা বিক্রিকালে ২০ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল রবিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বুল্লা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বুল্লা বাজার সংলগ্ন ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় একটি স্কুলব্যাগ ও একটি কাপড়ের ব্যাগের ভিতর হতে এই গাঁজা উদ্ধার ও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উত্তর বড়াইল এলাকার আব্দুছ ছাত্তারের ছেলে মো লাকছু মিয়া (৩০)। তাকে ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।-সূত্র সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply