লাখাই প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলায় বাজার তদারকির অংশ হিসেবে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বুল্লাবাজার ও বামৈবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং ও সহকারী কমিশনার-ভূমি সঞ্চিতা কর্মকারের নেতৃত্বে আলাদাভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সরকারি নির্দেশ অমান্য করে দোকানপাট খোলা রাখা ও বিভিন্ন অনিয়মের দায়ে বুল্লাবাজারে ৪টি ও বামৈবাজারে ৩টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকতা জানান, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply