লাখাই প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ৫শ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কৃষি উপকরণ বিতরণ করেন, প্রধান অতিথি সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম ও উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব। পরিচালনায় ছিলেন, উপসহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য।
অনুষ্ঠানে ৫শ কৃষকের মাঝে মাথাপিছু ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
Leave a Reply