লাখাই প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলার মনতৈল গ্রামের ডিসি রোডের উত্তরপাশে একটি ডোবার কচুরিপানার নিচ থেকে জুবাইল মিয়া (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকাল ৯টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। জুবাইল মিয়া মনতৈল গ্রামের আসকির মিয়ার ছেলে।
পরিবার থেকে জানানো হয়, ২৯ জানুয়ারি দুপুরে বাড়ি থেকে ৮/১০ জন বন্ধুর সঙ্গে বের হয়ে তিনি আর ফিরে আসেননি। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মিলছিলনা। আসকির মিয়ার অভিযোগ, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন।
লাখাই থানার ওসি মো সাইদুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply