লাখাই প্রতিনিধি : লাখাই উপজেলায় ইমাম ও মুয়াজ্জিনদের হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেওয়া হয়েছে।
হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সাংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির বৃহস্পতিবার লাখাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ৬ ইউনিয়নের ২৪৬টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে নগদ ৫ হাজার টাকা করে তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার ও শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল।
Leave a Reply