লাখাই প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং গাছের চারা রোপণ ও সবজি বীজ বিতরণ করেছেন।
শনিবার উপজেলার বিভিন্ন রাস্তার পাশে ও বসত বাড়িতে তিনি গাছের চারা রোপণ করেন এবং লোকজনের হাতে সবজি বীজ তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বসতবাড়ির কোন একটি অংশও খালি না রাখার ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজহার মাহমুদ, বুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মোক্তার হোসেন বেনু ও উপসহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য।
Leave a Reply