লাখাই প্রতিনিধি : লাখাইয়ে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো রবিউল ইসলামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার বিকেলে থানা ভবন প্রাঙ্গণে লাখাই থানা পুলিশের উদ্যোগে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
লাখাই থানার ওসি মো সাইদুল ইসলামের সভাপতিত্বে ও ওসি-তদন্ত মহিউদ্দিন সুমনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম, পিপিএম। বিশেষ অতিথি ছিলেন, সংবর্ধিত ব্যক্তি হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো রবিউল ইসলাম পিপিএম-সেবা, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো মুশফিউল আলম আজাদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার-ভূমি মো ইয়াছিন আরাফাত রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মুহাম্মদ আবদুল কাদের, মোড়াকরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল, বুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মোক্তার হোসেন বেনু, জেলা পরিষদ সদস্য মোর্শেদ কামাল ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার।
Leave a Reply