হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য পরশমনি নামের এক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
রবিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পরশমনি উপজেলার বেগুনাই গ্রামের জামাল উদ্দিনের মেয়ে। সে মাদনা এসইএসডি মডেল উচ্চ বিদ্যালয় থেকে এবছর পরীক্ষায় অংশ নেয়।
পরিবারের লোকজন জানান, সকালে এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পর পরশমনি বিষপান করে। তাকে দ্রুত নিয়ে আসা হয় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
লাখাই থানার ওসি সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply