সুমন আহমেদ বিজয়, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলার প্রাণকেন্দ্র বলে বিবেচিত বুল্লা বাজারে তীব্র যানজটে মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
সড়কপথে হবিগঞ্জের সাথে লাখাই উপজেলার একমাত্র যোগাযোগ মাধ্যম বুল্লা বাজার সড়ক। এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ জেলা সদরে যাতায়াত করেন; কিন্তু বুল্লা বাজারে যানজটের কারণে নির্বিঘ্নে ও নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছা কারো পক্ষে সম্ভব হয়না।
হবিগঞ্জ-সরাইল আঞ্চলিক মহাসড়কের মোড়াকরি নামক স্থানে বলভদ্র নদীর উপর সেতু চালু হওয়ার পর থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠে এ সড়ক। বেড়ে যায় যান চলাচল; কিন্তু যত্রতত্র পার্কিং, যেখানে সেখানে অটোরিক্সা ও টমটমে যাত্রী উঠা-নামা এবং সিংহগ্রামের রাস্তার মুখে অবৈধ রিক্সাস্ট্যান্ড গড়ে উঠায় যানজট তীব্র হয়ে উঠেছে। শনিবার ও মঙ্গলবার হাটবারে পরিস্থিতি চরম আকার ধারণ করে।
এ সম্পর্কে দৃষ্টি আকর্র্ষণ করা হলে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং বলেন, বুল্লা বাজার সংলগ্ন সেতুটি নির্মাণাধীন থাকায় যানজট হচ্ছে। উপজেলা আইনশৃঙ্খলা সংক্রান্ত আগামী সভায় এই সমস্যা নিরসনে পদক্ষেপ নেওয়া হবে।
Leave a Reply