হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলার কামড়াপুর গ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচনী পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মহিলা সহ ৩০ জন আহত হয়েছে।
গত ২৮শে মে উপজেলার করাব ইউনিয়নের ৭নং ওয়ার্ডের প্রার্থী ভিংরাজ মিয়া ও রেজাউল করিমের লোকদের সাথে নির্বাচনী বিরোধের জের ধরে সংঘর্ষ হয়।
বৃহস্পতিবার ঐ ঘটনার নিষ্পত্তির লক্ষ্যে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়; কিন্তু তা ব্যর্থ হয়। এর জের ধরে শুক্রবার দুপুর ২টার দিকে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের বাড়িঘর ভাংচুর করা হয়।
লাখাই থানার ওসি মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Leave a Reply