বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের লাখাই উপজেলার রাঢ়িশাল করাব উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক দিলীপ কুমার রায়কে অবসরজনিত জাঁকজমকপূর্ণ বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের উদ্যোগে শনিবার, ১০ ফেব্রুয়ারি (২৭ মাঘ) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীতেশ কুমার চন্দের সভাপতিত্বে এবং মোহাম্মদ এমদাদুর রহমান ও মো আলমগীর হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো মুশফিউল আলম আজাদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লাখাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, আয়োজক কমিটির পক্ষে মাহবুবুর রহমান কামাল, আব্দুল হালিম সবুজ, মোহন লাল গোপ, নূরুল ইসলাম নাহিদ, সোহেল রানা সওদাগর, শোভন কান্তি দেব, সুনামগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) এমদাদুল হক শরীফ, ডা মইনুল ইসলাম, মো শরিফুল ইসলাম রনি ও ইঞ্জিনিয়ার মো হারুনুর রশিদ। মানপত্র পাঠ করেন মো রাসেল মিয়া।
অনুষ্ঠান শুরুর আগে শিক্ষক দিলীপ কুমার রায়কে তার হবিগঞ্জ শহরের বাসা থেকে মোটরসাইকেল শোভাযাত্রা করে নিয়ে আসা হয়। অনুষ্ঠান শেষে আবার একইভাবে বাসায় পৌঁছে দেওয়া হয়।
Leave a Reply