সুমন আহমেদ বিজয়, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরীর দ্রুত পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা রবিবার, ১ সেপ্টেম্বর (১৭ ভাদ্র) দুপুরে হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কের বামৈ পশ্চিম বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন।
পরে অবিলম্বে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
শিক্ষার্থীরা জানান, প্রধান শিক্ষক পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা জানান, বামৈ সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরীর পদত্যাগের দাবিতে একটি স্মারকলিপি পেয়েছেন। সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply