হযরত শাহজালাল (র) দরগায় বার্ষিক উরস উপলক্ষে লৌকিক উৎসব ‘লাকড়ি তোড়া’র স্থান সীমানা দেয়াল নির্মাণের লক্ষ্যে এক আলোচনা সভা শনিবার বিকেলে লাক্কাতুরা চা বাগানে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হযরত শাহজালাল (র), ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি শেখ জালাল ফরিদ উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন তথ্য ও গবেষণা সম্পাদক আলমগীর কবির, সাংস্কৃতিক সম্পাদক শাহীন মিয়া, মহানগর সভাপতি কামাল আহমদ মছই, সাধারণ সম্পাদক আখতার আহমদ, বিশ্বনাথের প্রতাবপুর হানিফ শাহ মওলা (র) দরবার শরীফের খাদিম সৈয়দ শাহজাহান চৌধুরী, সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের সহসভাপতি মনসুর আলী, সাইফুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মো শামছুল হক, জয়নাল আহমদ, ফটো সাংবাদিক সোহেল আহমদ প্রমুখ।
শেখ জালাল ফরিদ উদ্দিন বলেন, প্রায় ৭০০ বছর ধরে বার্ষিক ওরসের তিন সপ্তাহ আগে হযরত শাহজালাল (র) উরস উপলক্ষে লৌকিক উৎসব ‘লাকড়ি তোড়া’ অনুষ্ঠিত হয়। এতে দরগা থেকে প্রায় চার কিলোমিটার দূরে লাক্কাতুরা চা-বাগানের জঙ্গল থেকে লাকড়ি সংগ্রহ করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply