সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়নের লাউয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এলজিএসপি-২ বিজিবি প্রকল্প বাস্তবায়নে ডেক্স ও ব্রেঞ্চ প্রদান করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় ভবনে ডেক্স ও ব্রেঞ্চ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাউয়াই আলিম মাদরাাসা পরিচালনা কমিটির সভাপতি গোলাম সুবহান ওলি মিয়া। প্রধান অতিথি ছিলেন বরইকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিব হোসেন। বিশেষ অতিথি ছিলেন নূরজাহান মেমোরিয়া মহিলা কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরপদার, লাউয়াই আলিম মাদরাসার সুপার মাওলানা রওনক আহমদ, ক্রীড়া সংগঠক আব্দুস সাত্তার, নজরুল ইসলাম খসরু, আক্কাস উদ্দিন আক্কাই, এনাম উদ্দিন মেম্বার, মহিলা মেম্বার হুছনে আরা বেগম, লয়লু মিয়া মেম্বার, মো লোকমান হুসেন, লাউয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিলা রানী চক্রবর্তী, বাহার উদ্দিন বাহার ও বিপ্লব মালাকার। পরিচালনায় ছিলেন লাউয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো মতিউর রহমান।
Leave a Reply