পলি রায়, সুনামগঞ্জ : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড়ে একই সঙ্গে শাহ আরেফিনের পবিত্র ওরস ও পণাতীর্থ পুণ্যস্নানে ভক্ত, আশেকান ও পুণ্যার্থীদের ঢল নেমেছে। যাদুকাটা নদীর তীরে বসেছে ইসলাম ও সনাতন ধর্মাবলম্বীদের মিলনমেলা। এ উপলক্ষে দূর-দূরান্তের ব্যবসায়ীরা এসে নানা পণ্যের পসরাও সাজিয়েছেন।
একদিকে লাউড়েরগড় সীমান্ত এলাকায় শ্রী শ্রী অদ্বৈত প্রভুর জন্মধাম রাজারগাঁও লাউড় নবগ্রাম মন্দিরে হিন্দু সম্প্রদায়ের দু’দিনব্যাপী পণাতীর্থ উপলক্ষে যাদুকাটা নদীতে পুণ্যস্নান বা গঙ্গাস্নান অন্যদিকে পাশেই হজরত শাহ আরেফিন রহমতুল্লাহি আলাইহির মাজারে তিন দিনব্যাপী বার্ষিক ওরস মোবারক। এ দুটি ধর্মীয় আয়োজন ইতিহাসে বাঙালির সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ হয়ে আছে।
শ্রী শ্রী অদ্বৈত জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটি রাজারগাঁও লাউড় শাখার উদ্যোগে রবিবার রাত ৯টা ১০ মিনিটের পর শুরু হয় গঙ্গাস্নান। চলে সোমবার গভীর রাত পর্যন্ত।
লাউড়েরগড় সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে মেঘালয় পাহাড়ের পাদদেশে হযরত শাহ আরেফিনের মাজারে ওরসও শুরু হয় একই দিন। চলছে মিলাদ ও জিকির আজকার। মঙ্গলবার গভীর রাতে ওরস শেষ হবে। ওরস ও পুণ্যস্নান নির্বিঘ্ন করতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে সুনামগঞ্জ হতে লাউড়েরগড়ে যাতায়াতের রাস্তাটি প্রসস্ত না হওয়ায় যানজটে ভুগতে হচ্ছে ভক্ত-আশেকানদের। নিরাপদ পানি আর স্যানিটেশন ব্যবস্থাও পর্যাপ্ত নয়। তাই ভক্ত আশেকানদের দাবি এই এলাকাকে পর্যটন কেন্দ্র ঘোষণা করে সবধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হোক।
এখানে ভাল মানের রেস্টহাউস স্থাপনের জন্য দাবি জানালেন শাহ আরেফিন ওরস মোবারক কমিটির সভাপতি বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান
মো নিজাম উদ্দিন।
শ্রী শ্রী অদ্বৈত জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটি রাজারগাঁও লাউড় নবগ্রাম শাখার সভাপতি তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণাসিন্ধু চৌধুরী বাবুল এই দুটি ধর্মীয় প্রতিষ্ঠানের আধুনিকায়ন ও রাস্তা দুই লেনে করার দাবি জানালেন।
Leave a Reply