মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
এসময় জেলায় ৬ মাস থেকে ১১ মাসের ২৫ হাজার ৮০২ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাসের ২ লাখ ১৪ হাজার ৬৬৬ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে।
জেলার ৭টি উপজেলার ৬৭টি ইউনিয়ন ও পৌরসভার মোট ২১০টি ওয়ার্ডে এই কর্মসূচি পালিত হবে। মোট ১৬৪৬টি কেন্দ্রে ২৪৫ জন স্বাস্থ্য সহকারী, ২৪২ জন পরিবারকল্যাণ সহকারী ও ৯ জন টিকাদান কর্মী কাজ করবেন।
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার ইপিআই ভবনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিনের পরিচালনায় এতে সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ তথ্যাবলী তুলে ধরেন।
সিভিল সার্জন জানান, করোনার কারণে প্রতিটি কেন্দ্রে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করা হবে।
Leave a Reply