হবিগঞ্জ প্রতিনিধি : অনেকে লবণ খেতে নিষেধ করেন। কারণ লবণ নাকি ক্ষতিকর; কিন্তু কথাটি ঠিক নয়। নির্দিষ্ট বয়স পর্যন্ত লবণ খাওয়া ভাল। প্রয়োজনের তুলনায় বেশি লবণ খেলে কিডনি অতিরিক্ত লবণ শরীর থেকে বের করে দেয়। তবে শরীরে বিপত্তি দেখা দিলে অতিরিক্ত লবণ না খাওয়াই ভাল। রক্তচাপ বাড়লে লবণ খাওয়া থেকে বিরত থাকতে হবে।
হবিগঞ্জের স্বাস্থ্যসেবা উন্নয়নে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক ড দেওয়ান সৈয়দ আব্দুল মজিদ এসব কথা বলেছেন।
শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হবিগঞ্জ নাগরিক কমিটি আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মনীষ চাকমা। বিশেষ অতিথি ছিলেন, নৌ পরিবহণ মন্ত্রণালয়ের সাবেক সচিব অশোক মাধব রায় ও সাবেক যুগ্ম সচিব ফজলুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, অধ্যাপক ইকরামুল ওয়াদুদ। এছাড়াও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তৃতা করেন। সঞ্চালনায় ছিলেন, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তালুকদার।
Leave a Reply