লন্ডন প্রতিনিধি : ব্রিটিশ পুলিশ লন্ডন শনিবারের হামলার জন্য দায়ী ৩ ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে; কিন্তু এখনও নাম প্রকাশ করেনি। তবে নিহতদের একজন ফ্রান্সের ও একজন কানাডার নাগরিক বলে মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে।
এদিকে রবিবার দিনব্যাপী লন্ডনের বিভিন্ন এলাকায় বিশেষ করে ইস্ট লন্ডনের ইস্টহ্যাম ও বারকিং এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী হামলার সাথে জড়িত সন্দেহে ৭ নারী সহ ১২ জনকে আটক করা হয়েছে; কিন্তু আটককৃতদের পরিচয় প্রকাশ করা হয়নি। তবে আটককৃতদের মধ্যে অধিংকাশই ব্রিটিশ পাকিস্তানি বলে একটি সূত্রে জানা গেছে।
ব্রিটেনের সন্ত্রাসবিরোধী বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, নিহত ৩ হামলাকারীকে প্রতিহত করতে ৮ জন পুলিশ কর্মকর্তা মূল ভূমিকা রাখেন। তারা গুলি ছুঁড়েন ৫০ রাউন্ড। পুলিশের গুলিতেই হামলাকারীরা নিহত হয়। হামলাকারীদের পরিচয় জানা গেলেও এখনই তাদের নাম প্রকাশ না করতে ব্রিটিশ পুলিশ গণমাধ্যমকে অনুরোধ জানিয়েছে।
পুলিশ পূর্ব লন্ডনের বার্কিং এলাকায় হামলাকারীদের একজনের ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছে। এ সময় পুলিশ সেখানে কিছু নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটায়। প্রতিবেশীরা জানিয়েছেন, হামলাকারী ঐ ফ্ল্যাটে স্ত্রী ও দুই সন্তান সহ ৩ বছর ধরে বসবাস করছিল।
এক প্রতিবেশী জানান, ২ বছর ধরে তার মধ্যে উগ্রবাদী ভাব লক্ষ্য করছিলেন তিনি। তার চালচলন সম্পর্কে পুলিশকে জানিয়েছিলেন এলাকার লোকজন; কিন্তু পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।
Leave a Reply